1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
বীরগঞ্জে নিয়ম না মেনে কাটা হচ্ছে কৃষি জমির উপরের মাটি - সবুজ বাংলা নিউজ
শুক্রবার, ১৪ জুন ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

বীরগঞ্জে নিয়ম না মেনে কাটা হচ্ছে কৃষি জমির উপরের মাটি

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে নিয়ম কানুন তোয়াক্কা না করে কাটা হচ্ছে কৃষি জমির উপরের মাটি। ফসলি জমিতে পানি জমে ব্যাহত! হচ্ছে চাষআবাদ। ঘনঘন মাটি কেটে নেওয়ার কারণে এবারও অন্তত এক থেকে দেড় মাস পিছিয়ে যাচ্ছে আবাদ। আমন ধান কেটে ঘরে তোলার আগেই প্রচুর বৃষ্টিতে কৃষকের সর্বনাশ নেমে আসে। এখনও জমিতে পানি জমে থাকায় রবি আবাদ শুরু করতে পারছেন না কৃষক। এতে ফসল উৎপাদন মারাত্মক ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘটনাটি ঘটেছে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কৈইকুড়ী গ্রাম। সরজমিন গিয়ে জানা গেছে, আওলাকুড়ী টু কৈইকুড়ী আধাপাকা গ্রামীণ রাস্তার দু’ধারের মাটি কর্তন করে রাস্তা সংস্কার কাজ করার কারণে ৫৮৮ দাগের প্রায় এক একর ফসলি জমি অনাবাদি হয়ে পড়ে রয়েছে। এতে ধানসহ বিভিন্ন চাষআবাদ ব্যাহত হচ্ছে। জমিতে এখনো পানি জমে থাকায় রবি শস্য আবাদ নিয়ে বিপাকে পড়েছে কৃষক। কৈইকুড়ী গ্রামের মৃত,পঞ্চনন এর ছেলে মনেস্বর রায় সাংবাদিকদের জানান, আমন ধান ঘরে উঠলেই শুরু হয় রবি মৌসুম। এসময় কৃষকরা সয়াবিন, বাদাম, মরিচ, পেঁয়াজ, রসুন, ডালসহ বিভিন্ন রবি শস্য চাষের প্রস্তুতি নেন। জমিতে লাঙল দিয়ে, মাটি শুকিয়ে ঝরঝরে হলে বীজ রোপণ শুরু করেন। কিন্তু নিয়ম কানুন তোয়াক্কা না করে জমির দুই পাশে থেকে কিছুদিন পর পর মাটি কেটে রাস্তা নির্মাণ কাজ করাতে ব্যাপক ক্ষতিসাধন হতে হচ্ছে। কৃষক আরও বলেন,আমি কোনো জনপ্রতিনিধি বা সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছি না। আমি শুধু আমার সমস্যার কথা তোলে ধরার জন্য গণম্যাধকে বলছি।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।