1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
ঈদগাহ মাঠের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী - সবুজ বাংলা নিউজ
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

ঈদগাহ মাঠের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩

বিরামপুর( দিনাজপুর)প্রতিনিধি, রায়হান কবির চপল.

দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার-৬ নং ওয়ার্ডের দক্ষিণলক্ষীপুর দয়েরপাড়া মহল্লায় ঈদগাহ মাঠের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

শুক্রবার সকাল ১১টায় দক্ষিণলক্ষীপুর দয়েরপাড়া সংলগ্ন ঈদগাহ মাঠের উদ্বোধন করেন।

সাবেক সিভিল সার্জন ডাঃ ইমার উদ্দিন কায়েস এর সভাপতিত্বে দক্ষিণলক্ষীপুর দয়ের পাড় গ্রামবাসী আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জনপ্রিয় ও সুনামধন্য পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের , নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাঃ আই,এম হাশিম রেজা রক্তিম, কুয়েত প্রতিনিধি এরশাদ আলী, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারঃ) মেসবাউল হক, দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক (দিদউফ) সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ সরকার, মোশারফ হোসেন মাস্টার, 8,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঙ্গুরা পারভিন, সাবেক পৌর কাউন্সিলর ওয়ায়দুল মিনহাজ সহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্য পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, দক্ষিনলক্ষিপুর দয়েরপাড়া মহল্লায় একটি ঈদগাহ মাঠের প্রয়োজন ছিলো। আজ তা আমরা করতে পেরেছি। এজন্যে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। এখন থেকে ঈদের নামাজ এখানে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, দক্ষিণলক্ষিপুর, দয়েরপাড়া এই দুই গ্রামের লোকজনের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা আজ পূরণ হলো।

এসময় তিন গ্রামের , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।