1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : Najmul : Najmul
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হঠাৎ ইটভাটায় নামলো হেলিকপ্টার, দেখতে জনতার ভিড় সরকার পদত্যাগ না করলে দেশ সংঘাতের দিকে যাবে : বিএনপি ঘোড়াঘাটে ষাঁড় গরু ও হাঁস-মুরগী বিতরণের উদ্বোধন বিরামপুর পৌরসভার রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী উন্নয়নে শেখ হাসিনাকে কেউ আটকাতে পারবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানে রুপান্তরিত করা হবে -দিনাজপুরে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বীরগঞ্জে আলু-পেঁয়াজ ও ডিমের দাম বেশি নেওয়ায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা কাহারোলে ওয়াল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপির সহযোগিতায় ৩০জন ছাত্রী মার্শাল আট প্রশিক্ষণ সমাপ্ত ঘোড়াঘাটে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত বিরামপুরে “জাতীয় স্থানীয় সরকার দিবস” উন্নয়ন মেলা ২০২৩ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিজ্ঞান শিক্ষায় এগিয়ে যাচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি হঠাৎ বন্ধ হয়ে গেল মোটরসাইকেলের হেডলাইট, ৩ বন্ধু নিহত বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৪টি ইউনিয়নের গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা বীরগঞ্জে পাবলিক উচ্চ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ এ্যাড. মো. হামিদুল ইসলাম টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নবনিযুক্ত অধ্যক্ষর যোগদান ঘোড়াঘাটে ভিজিডি কার্ডের ৯৫ বস্তা চাল জব্দ কাহারোলে মরহুম আলম হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে দিনাজপুরে দৈনিক যুগের আলো’র ৩১ তম বর্ষপূতি উদযাপন বিরামপুরে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন দিনাজপুরে কেক কেটে “দৈনিক যুগের আলো” পত্রিকার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে রাতের আঁধারে সরকারি গাছ কর্তন, থানায় মামলা

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মাহাতাবপুর গ্রামের (সরকারী খাস) মিঠাপুকুর পাড়ের ২০-২৫টি গাছ একটি সংঘবদ্ধ চক্র এক সপ্তাহ পূর্বে রাতের অন্ধকারে চুরি করে কেটে নিয়ে যায় ।

বরেন্দ্র বহুমুখীর প্রকল্পের আওতায় লাগানো গাছগুলির মধ্যে ২০-২৫টি গাছ একটি সংঘবদ্ধ চক্র এক সপ্তাহ পূর্বে রাতের অন্ধকারে চুরি করে কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। বর্তমানে কেটে নেওয়া গাছগুলির শিকড় ও গাছের গোড়া গুলি সেখানে চিহ্নিত অবস্থায় রয়েছে। এমতাবস্থায় এভাবে রাতের অন্ধকারে যদি সমস্ত গাছগুলি কেটে নিয়ে যায় তাহলে সরকার তার লভ্যাংশ পাওনা থেকে বঞ্চিত হবে। এব্যাপারে মাহাতাবপুর গ্রামের আলহাজ্ব সোলেমান সরকার জানান, বরেন্দ্র বহুমুখী প্রকল্পের সাথে চুক্তিবদ্ধ ২০ বছর মেয়াদে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। চুক্তি অনুযায়ী তিন বছরের মধ্যে শেষ হবে। কিন্তু একটি চক্র রাতের আঁধারে সরকারি গাছ কর্তন করবে এটা কখনো ভাবতে পারিনি। গাছগুলি র¶া ও সংঘবদ্ধ চক্রটিকে তদন্ত করে চিহ্নিত করে আইনানুক ভাবে ব্যবস্থা গ্রহণ করার আকুল আবেদন জানান।
প্রদক্ষদর্শী তোফাজ্জল সরকার ও দুলাল সরকার জানান,গত এক মাসের ব্যবধানে তিন দফায় মাহাতাপুর গ্রামের ইছাহাক সরকারের ছেলে মো.মাহাতাব হোসেন বুলেট (৪৬) ও একই এলাকার মৃত,আছিম উদ্দিনের ছেলে মো.মশিউর রহমান (৪০) মিলে সংবদ্ধ হয়ে রাতের আঁধারে গাছগুলো কর্তন করেন। বিষয়টি বরেন্দ্র বহুমুখী সহকারী প্রকৌশলী নুরুজ্জামান কে বেশ কয়েকবার মৌখিকভাবে অভিযোগ করেও তিনি ব্যবস্থা গ্রহণ করেনি। বরেন্দ্র আওতাভূক্ত ৬৫ নং গভীর ডিপটিওয়েলটির পরিচালক মাবুদ ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন,গাছ চুরির বিষয়টি লোকমুখে শুনেছি।
সরেজমিনে ২৫টি গাছ কেটে ফেলার সত্যতা নিশ্চিত করে মরিচা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নঈমুল আহসান বলেন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর প্রতিবেদন পাঠাচ্ছি। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহেনা ও বিএমডিএ এর বীরগঞ্জ জোনের সহকারী প্রকৌশলী রঞ্জন কুমার জানান, সরকারি গাছ কেটে বিক্রি করা অপরাধ। আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে যাথাযথ ব্যবস্থা নেয়া হবে। বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গাছ চুরির ঘটনায় মরিচা ইউনিয়নের সহকারী (ভূমি)কর্মকর্তা মইনুল আহসান বাদী হয়ে বীরগঞ্জ থানার মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং-১০, তারিখ -১১/৫/২০২৩ইং। এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজেকুল ইসলাম জানান,বিষয়টি তদন্ত করে সঠিক অপরাধীদের বিরুদ্ধে যাথাযথ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Designed By Prodip Roy