নিজস্ব প্রতিবেদক,সবুজ বাংলা নিউজ ঃ
দিনাজপুরের বীরগঞ্জ স্লুইচগেট রোড এ স্কলার্স একাডেমি আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় স্কলার্স একাডেমির সভাপতি মোঃ রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল।
অনুষ্ঠান শুরুতে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ রাশেদুল নবী বাবু। স্কলার্স একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আমিনুল ইসলাম, ও মোঃ বাবুল ইসলাম, চ্যানেল এস এর বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক উত্তম শর্মা,
অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কলার্স একডেমির পরিচালক মোঃ রেজাউল করিম রিজু। স্কলার্স একাডেমির সহযোগিতায় প্রায় পাঁচশতাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং ষোল জন রোগীকে ছানি অপারেশন করার জন্য বাছাই করা হয়। এসময় দিনাজপুর লায়ন্স চক্ষু হাসপাতালের ডাক্তার আতিকুর রহমান রনি, ডাক্তার রাহুল ও তাদের টিম উপস্থিত ছিলেন।