দিলীপ কুমার রায়, নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল-ফিতরকে সামনে রেখে কাহারোল উপজেলার বিপনী বিতান গুলিতে উপচেপড়া ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে। গতকাল বুধবার রোদ ও গরমকে অপেক্ষা করে ঈদুল ফিতরের কেনাকাটা করার জন্য ক্রেতারা দোকানে দোকানে ভীড় জমাচ্ছে। আর মাত্র দুই দিন পরে ঈদুল-ফিতর নামাজের অনুষ্ঠিত হতে পারে চাঁদ দেখা সাপেক্ষে। শেষ মুহুতে পছন্দের জিনিসপত্র ক্রয় করতে দেখা গেছে ক্রেতাদের। দশমাইল হ্যাভেন এর মালিক মোঃ গুলজার আলী বলেন, এবার ঈদের বেচা-কেনা ভালই হয়েছে। আরও দুই দিন হাতে আছে আশা করি ভালই বেচা-কেনা হবে। অপর দোকান মালিক মোঃ শাহাজান আলী বলেন, দিনের তাপমাত্রা বেশী থাকার কারনে ক্রেতারা ইফতারের পরে দোকানে কেনা-কাটা করতে আসছে। ক্রেতারা এখন জুতার দোকানের দিকে বেশী ভীড় জমাচ্ছে। ক্রেতা আরিফ জানান, গত বারের তুলনায় এবার জিনিস পত্রের দাম একটু বেশী। তবে ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে।