1. admin@sabujbanglanews.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
  2. uttam.birganj14@gmail.com : সবুজ বাংলা নিউজ : সবুজ বাংলা নিউজ
বীরগঞ্জে পবিত্র ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী সহয়তা প্রদান - সবুজ বাংলা নিউজ
সোমবার, ১৫ জুলাই ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

বীরগঞ্জে পবিত্র ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী সহয়তা প্রদান

বার্ত ডেক্স
  • প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

বিকাশ ঘোষ,বীরগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পেয়ে অশ্রুসিক্ত বৃদ্ধ রিয়াজ উদ্দীন
বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তায় পেয়ে অশ্রু জলে কেঁদে ফেললেন। ৭৬ বয়সের এই বৃদ্ধের নাম মো. রিয়াজ উদ্দীন। দিনাজপুরের বীরগ্নজের ৪ নম্বর পাল্টাপুরের ঘোড়াবান্দ গ্রামের বাসিন্দা তিনি। বয়সের ভারে কোন কাজ কর্ম করতে পারেননা। লাঠির উপর ভর দিয়ে কোন রকম চলাফেরা করেন। এক ছেলে দুই মেয়ে সহ পরিবারে পাঁচ সদস্য। ছেলে জাহিদ লেখাপড়া পাশাপাশি দিনমজুর কাজ করে সংসার চালায়। কোনো রকম তাদের দিন চলে।

বুধবার (১২ এপ্রিল) বসুন্ধরা গ্রুপের সহায়তায় খাদ্যসামগ্রী নিয়ে মো. রিয়াজ উদ্দীনের বাড়িতে হাজির হয় কালের কণ্ঠ শুভসংঘ বীরগঞ্জ শাখার বন্ধুরা। খাদ্য সহায়তা পেয়ে তিনি সজল নয়নে বলতে থাকেন, যারা আমাকে এই খাবারগুলো দিলে দোয়া করি আল্লাহ তাদেরকে ভালো রাখুক।
এ সময় কালের কণ্ঠ’র দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন, শুভসংঘের জেলা সভাপতি মো. রাসেল ইসলাম, বীরগঞ্জ শাখার সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক রাকেশ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, মাসুদ রানা, প্রচার সম্পাদক স্বজন রায়, কোষাধ্যক্ষ ধনদেব রায়, কার্যকরী সদস্য নাঈম, সোহেল রানা, মুমিনুল ইসলাম, স্বপন বর্মন, আসাদুজ্জামান
উপস্থিত ছিলেন।

আরও সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।