বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ব্যাটারী চালিত অটো-চার্জারের চাপায় তনু দেবনাথ (৫) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
তনু দেবনাথ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বৈরবাড়ী তাতিপাড়া গ্রামের চন্দন দেবনাথের কন্যা। শুক্রবার দুপুর ১২টায় উপজেলার বীরগঞ্জ-গড়েয়া সড়কের পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে।
পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ সিদ্দিকী মানিক জানান, দুপুরে বাড়ীর কাছে বোর্ড অফিস বাজারে খাবার কিনতে যায় চন্দন দেবনাথের মেয়ে তনু দেবনাথ। খাবার কিনে ফেরার পথে যাত্রীবাহী বেপরোয়া গতিতে আসা একটি ব্যাটারী চালিত অটো-চার্জার শিশু তনু দেবনাথ কে চাপাদেয় এবং শিশুর শরীরের উপর দিয়ে চাকা যাওয়ায় দূর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বীরগঞ্জ থানার এসআই মোঃ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চালকসহ আটোচার্জারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।