তারাব পৌরসভায় কোরআন বিতরণ
(৩০)মার্চ রোজ বৃহস্পতিবার ২০২৩
রূপগঞ্জের তারাব পৌরসভায় অনুষ্ঠিত হলো- “কুইজ প্রতিযোগিতা ও কুরআন বিতরণ অনুষ্ঠান। তারাব পৌরসভার খাদুন হাজী আয়েত আলী উচ্চ বিদ্যালয়ে তারাব পৌর ব্লাড ফাউন্ডেশনের উদ্যেগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুইজ প্রতিযোগীতা ও কুরআন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
জনাব আব্দুস শায়্যিন কাদির-
ভাইস চেয়ারম্যান
বাংলাদেশ দাওয়াহ সার্কেল
নারায়ণগঞ্জ জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাদুন হাজী আয়েত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা- জনাবা হোসনে আরা পারভিন, সহকারী প্রধান শিক্ষক-
জনাব আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন-
তারাব পৌর ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এডমিন-
মোঃ সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম চৌধুরী, মডারেটর- আরিফ হাসান দিপু, মিলন মাহমুদ মুশফিকুর রহমান , দাতা সদস্য- মুমিনুল হক স্বদেশ, সাকিবুল ইসলাম সাকিব ও সদস্য- আল আমিন, নাজমুল, খায়রুল ইসলাম (পরান), আবরারুল হক, রাজু আহমেদ, জুনায়েদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন-
মিরাজ মাহমুদ
উল্লেখ্য যে, ৮ম, ৯ম, ১০ম ও এসএসসি পরীক্ষার্থীসহ ১৭০ জন ছাত্র কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিজয়ী সকলের মাঝে কুরআন মাজীদ পুরুষ্কার দেয়া হয়।
কুইজ প্রতিযোগিতায় বক্তারা রমজানের তাৎপর্য, গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করেন এবং ছাত্রদেরকে নৈতিকতার সাথে গড়ে উঠার দিক নির্দেশনা দেন।
তারাব পৌর ব্লাড ফাউন্ডেশন সকলকে নিয়ে আগামীতে রক্তদান কর্মসূচির পাশাপাশি মানবিক কাজকে আরো বেগবান করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।