২০১৯ সালের মধ্যে সারা দেশে এবার নতুন করে এমপিও ভুক্ত হলো ২৭৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান।গত বুধবার প্রধান মন্ত্রী গণভবনে এ ঘোষণা দেন।
এতে প্রধান মন্ত্রী ঘোষণা দিলে ও তা কার্যকর হবে আগামী জুলাই মাস হতে।দীর্ঘ সাড়ে ৯ বছর পর যেসব প্রতিষ্ঠান বেসরকারি ছিল তা হতে এমপিও করা হয় এবার ২৭৬৮ শিক্ষা প্রতিষ্ঠান চুড়ান্ত ভাবে।তবে গত ২৩ শে অক্টোবর বুধবার নতুন করে প্রধান মন্ত্রী ঘোষণা দেন ২৭৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান।
এরইমধ্যে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা হতে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক সর্বমোট ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হয়।সে গুলোর মধ্যে রয়েছে মাধ্যমিক (ষষ্ট-দশম) ৩ টি।১.বাবু নগর উচ্চ বিদ্যালয়।আজিম নগর আহমদিয়া উচ্চ বিদ্যালয়।৩.পুর্ব ধলই খতিজাতুল মালেক স্কুল &কলেজ।
নিম্ন মাধ্যমিক হলো (ষষ্ট-অষ্টম) ৬ টি,১.নুর আহমদ ইন্জিনিয়ারিং উচ্চ বিদ্যালয়।২.সুয়াবিল উচ্চ বিদ্যালয়।৩.রসুল নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।৪.ঘোপাল ঘাটা উচ্চ বিদ্যালয়।৫.সৈয়্যদ সৈয়্যদা উচ্চ বিদ্যালয়।৬.সুয়াবিল বালিকা উচ্চ বিদ্যালয়।
মাদ্রাসা হলো (১ম-দাখিল) ৬টি।১.মাদ্রাসাই গাউসুল আজম মাইজভান্ডারি।২.মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া মাদ্রাসা।
৩.সুয়াবিল গাউছিয়া তৈয়্যবিয়া রহমানিয়া মাদ্রাসা।৪.ফতেহ পুর ডে জি নুরিয়া দাখিল মাদ্রাসা।৫.ফারুক আজম ইসলামিয়া সুন্নীয়া মাদ্রাসা।৬.দারুচ্ছুন্নাহ কাদেরিয়া দাখিল মাদ্রাসা।