সেলিম সম্রাট রংপুর ব্যুরোঃ
দক্ষ জনশক্তি ও বেকারত্ব দুরীকরনের লক্ষ্যে হাতীবান্ধার বড়খাতায় তার্কিশ কো-অপারেশন এন্ড কো-অর্ডিনেশন এজেন্সি( TikA) এর সহযোগিতায় বাংলাদেশ-তুর্কি টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়।
আজ সকাল এগারোটায় এর শুভ উদ্বোধন করবেন সাবেক প্রতিমন্ত্রী জননেতা জনাব মোঃ মোতাহার হোসেন এমপি মহোদয়।
সাথে ছিলেন এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা তারই সুযোগ্য সন্তান আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক কম্পিউটার প্রকৌশলী জনাব ইফতেখার হোসেন মাসুদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তার্কিশ কোঅপারেশন এন্ড কোঅর্ডিনেশন এজেন্সি (তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা) এর কো-অর্ডিনেটর ডঃ ইসমাইল গুনদৌদু।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংগীমারী ইউপি চেয়ারম্যান জনাব মনোয়ার হোসেন দুলু, বাউরা আরেফা খাতুন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুস ছাত্তার, ফকিরপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ জনাব খালেকুজ্জামান চয়ন, আলীমুদ্দীন সরকারি কলেজের প্রভাষক জনাব গোলজার খান, শিক্ষক জনাব নুর মোহাম্মদ, শিক্ষক জনাব আজিজার রহমান সহ আরো অনেকে।
উদ্বোধনের পর অতিথিগন প্রতিষ্ঠানের ক্যাম্পাস ঘুরে দেখেন এবং প্রশিক্ষণের জন্য ভর্তিকৃত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। জননেতা জনাব মোঃ মোতাহার হোসেন বলেন “আমাদেরকে কারিগরি শিক্ষায় আরো বেশি উদ্বুদ্ধ হতে হবে এবং কাজ শিখে, কারো উপর নির্ভরশীল না হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হব। “
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব ইফতেখার হোসেন মাসুদ বলেন, ” এই অঞ্চলের মানুষের জন্য কিছু করার স্বপ্ন আজ বাস্তব হতে চলেছে। আশা করছি দক্ষ জনশক্তি ও বেকারত্ব দুরীকরনে এই প্রতিষ্ঠান অগ্রণী ভুমিকা পালন করবে। আমরা কম্পিউটার ও সেলাই প্রশিক্ষন দিয়ে যাত্রা শুরু করলেও খুব শীঘ্রই চাহিদা অনুযায়ী অন্যান্য বিষয়ের কোর্স চালু করবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন বিশেষ কারনে ছোটকরে এই উদ্বোধনি অনুষ্ঠান করা হল ইনশাআল্লাহ পরবর্তীতে সকলকে নিয়ে আরো ভালভাবে করা হবে। “
এবং টিকা প্রকল্পের কো-অর্ডিনেটর ডঃ ইসমাইল গুনদৌদু বলেন, দুই দেশের ভালবাসা ও ভাতৃত্ববোধের কারনে আমরা আপনাদের কাছে এসেছি এবং আমরা আপনাদের সার্বিক সহযোগিতায় পাশে থাকবো।