সেলিম সম্রাট, রংপুর ব্যুরো: লালমনিরহাটে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা উপলক্ষে ২৬ অক্টোবর জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের দু-গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সাথে সংঘর্ষ হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এর বড় ছেলে অনন (২৩), ছাত্রলীগের তারেক (২৮), শ্রমিক লীগের মমিন (৩৫)সহ আরো ৫জন আহত হয়।
জানা যায়, সকালে জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক (রংপুর বিভাগীয় দ্বায়িত্ব) ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজ্জাম্মেল হক-সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভাস্থলে প্রবেশ করার সময় নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকে। পরে নেতা কর্মীরা ভিতরে প্রবেশ করলে নিজ নিজ পক্ষে শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তাফা স্বপন গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার সাথে সংঘর্ষ বাধে। এতে ৮জন আহত হলে তাদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপির সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক। সভা শেষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. আশরাফ হোসেন বাদলকে আহবায়ক ও এ্যাড নজরুল ইসলাম রাজুকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।