মোঃ নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার ॥- জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, পুলিশ ও জনতা এক সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করলে অপরাধ দমন করা সম্ভব। সেক্ষেত্রে কমিউনিটি পুলিশিং ব্যাপক ভূমিকা রাখতে হবে।
২৬ অক্টোবর শনিবার বীরগঞ্জ থানার পুলিশ এর আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য বিষয় “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গী সন্ত্রাস মুক্ত দেশ গড়ি”।
এমপি গোপাল বলেন, বাংলাদেশের মানুষ চায় শান্তি আর উন্নয়ন। আর উন্নয়ন কর্মকান্ড সম্পাদক করে আওয়ামী লীগ। কিন্তু সমাজে কিছু সংখ্যক অপরাধীর জন্য বিশৃংখলা সৃষ্টি হয়। তাই পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির সমন্বয়ে সকল অপরাধ রোধ করতে হবে। তাহলেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকারের উন্নয়ন কর্মকান্ড আরো বেগবান হবে।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামায়াত সারাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি করেছিল। আর বর্তমান প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা ক্ষমতায় এসে জনগণকে সাথে নিয়ে আইন-শৃংখলা পরিস্থিতিতে বাংলাদেশকে বিশ্বে রোল মডেল হিসাবে পরিণত করেছেন। প্রধানমন্ত্রীর এসব মহতী উদ্যোগকে বাধাগগ্রস্ত করতে দুস্কিৃতিকারীরা এখনও সক্রিয়। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
আর আগে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল নেতৃতে বীরগঞ্জ পৌর শহরে বর্ণাঢ্য এক র্যালিতে শত শত লোকজন স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভীন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীরগঞ্জ সার্কেল অতিরিতক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেস, উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান বৃষ্টি আক্তার, বীরগঞ্জ কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক আব্দুল খালেক সরকার।