মোঃ হাসানূল কবীর, ব্যুরো চীফঃ নতুন করে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) হয়েছে যশোরের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার যশোরের ৬০টি সহ সারাদেশে ২হাজার ৬২৭টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে বলে গণভবন থেকে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বহু শিক্ষক-কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।
যশোর জেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলোঃ
নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় (৯টি)-
শার্শার কুদলার হাট মাধ্যমিক বিদ্যালয়, শিকারপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছা উপজেলার হিজলি মাধ্যমিক বিদ্যালয়, খলসি বাজার মাধ্যমিক, ঝিকরগাছা উপজেলার এমসিডি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, বালিয়া গৌসুটি মাধ্যমিক বিদ্যালয়, সদর উপজেলার ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়, অভয়নগর উপজেলার রাজ টেক্সাইল মাধ্যমিক বিদ্যালয়, বাঘারপাড়া কে কে আর মাধ্যমিক বিদ্যালয়।
মাধ্যমিক বিদ্যালয় (১৯টি)- শার্শার উপজেলার সেতাই এসিআই ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, ঝিকরগাছা উপজেলার বোধখানা মাধ্যমিক বিদ্যালয়, বায়সা আরএন উচ্চ বিদ্যালয়, চৌগাছা উপজেলার স্বরুপদাহ উচ্চ বিদ্যালয়, বর্ণি রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়, চৌগাছা আর সি এম টি ইউ মাধ্যমিক বিদ্যালয়, সদর উপজেলায় সিএজি এম হাই স্কুল, কাজী শামসুর হুদা হাই স্কুল, কাজীপুর হাই স্কুল, মেঘলা হাই স্কুল, উপশহর হাই স্কুল, শেখহাটি শফিউর রহমান মডেল একাডেমি, বলরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, শিলা রায় চৌধুরী হাই স্কুল, চাঁচড়া হাই স্কুল, কেশবপুর উপজেলার সাতবারা উচ্চ বালিকা বিদ্যালয়, মণিরামপুর গাবুখালি হাই স্কুল, অভয়নগর তালসা হাই স্কুল, দেয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়।
কলেজ (৬টি)-
চৌগাছার এস এম হাবিবুর রহমান পৌর কলেজ, তরিকুল ইসলাম পৌর কলেজ, পাশাপোল আমজামতলা মডেল কলেজ, জিসিবি আদর্শ কলেজ, বাঘারপাড়া চিত্রা মডেল কলেজ, অভয়নগর উপজেলায় শেখ আব্দুল ওহাব মডেল কলেজ।
দাখিল মাদ্রাসা (৮টি)-
চৌগাছা উপজেলার শাহাজাদপুর দাখিল মাদ্রাসা, বর্নি দাখিল মাদ্রাসা, পাতিবিলা নিয়ামতপুর তাহযীবুল উম্মাহ দাখিল মাদ্রাসা, ঝিকরগাছা নবীননগর দাখিল মাদ্রাসা, মিশ্রীদেয়াড়া বিরামপুর দাখিল মাদ্রাসা, সদর উপজেলার রোহেলাপুর দাখিল মাদ্রসা, রাজাপুর জামিয়া দ্বীনিয়া দাখিল মাদ্রাসা, মণিরামপুর উপজেলার নেংগুরাহাট মহিলা দাখিল মাদ্রাসা।
আলিম মাদ্রাসা (৩টি)-
শার্শা উপজেলার রহিমপুর আলিম মাদ্রাসা, সদর উপজেলার মাহিদিয়া সম্মিলনি মহিলা আলিম মাদ্রাসা, বাঘারপাড়া ভিটাবল্লা ইসলামিয়া মাদ্রাসা।
ফাজিল মাদ্রাসা (১টি)- মণিরামপুরের রাজগঞ্জ সিদ্দিকিয়া মাদরাসা।
ভোকেশোনাল (৭টি)- ঝিকরগাছা মহিলা ডিগ্রি কলেজ, রাজগঞ্জ মহাবিদ্যালয়, মুক্তেশ্বরী ডিগ্রী কলেজ, মনোহরপুর টেকনিক্যাল এন্ড বিজ্ঞান কলেজ, কেশবপুর পাঁজিয়া মহাবিদ্যালয়, বালিয়াডাঙ্গা সর্বজনীয় দেবালয় টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ, বাঘারপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়।
এইচএসসি বিএম প্রতিষ্ঠান (৪টি)- মণিরামপুর মুক্তশ্বরী ডিগ্রী কলেজ, মনোহরপুর টেকনিক্যাল এন্ড বিজ্ঞান কলেজ, পাঁজিয়া মহাবিদ্যালয়, বালিয়াডাঙ্গা সর্বজনীয় দেবালয় টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ।
কৃষি শিক্ষা প্রতিষ্ঠান (৩টি)-বাঘারপাড়া জাপান-বাংলাদেশ মৈত্রী কৃষি ও কারিগরি কলেজ, হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল কলেজ, সদর উপজেলার ইছালি মডেল কলেজ।
এই বিষয়ে যশোর জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল খালেক বলেন, প্রধানমন্ত্রী গতকাল ঘোষণা দিলেও এমপিওভুক্তির সিদ্ধান্ত কার্যকর হবে গত জুলাই মাস থেকে।- প্রায় সাড়ে ৯ বছর পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হলো। এর আগে মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাচাই-বাছাই করে যায়। তার পরিপ্রেক্ষিতে যশোরের এসকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো।