এন ইসলাম তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ তালা উপজেলায় নতুন করে ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান এম,পি ও ভুক্ত হলো।
শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো তালা জেসিএস মাধ্যমিক বিদ্যালয়,খলিষখালী মাধ্যমিক বিদ্যালয়, শহীদ জিয়াউর রহমান মহাবিদ্যালয়,,ইসলামকাটি টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ,তালা টেকনিক্যাল এন্ড বি,এম, কলেজ ও ,প্রিন্সিপাল আক্তারুজ্জামান বিঞ্জান, প্রযুক্তি কলেজ।উল্লেখ্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা গতকাল নতুন এম,পি ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঘোষনা করেন।