মোঃ নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসাথে উৎসব পালন করি। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। আর সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এ দেশ আমাদের সকলের। সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে।
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৭ অক্টোবর ২০১৯ সোমবার রাতে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ১২ পূজা মন্ডপে ৫ হাজার টাকা করে ৬০ হাজার টাকার চেক বিতরন করেন এমপি গোপাল।
পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন, সার্কেল এসপি মোঃ ওয়ারেস হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুর, বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভীন, জেলা পরিষদের সদস্য মোঃ আতাউর রহমান বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়সা আক্তার বৃষ্টি, সবুজ বাংলা নিউজ এর সম্পাক এর সভাপতি মন্ডলী ও উপজেলা ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াসিন আলী অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।