গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং-এ সংযুক্ত হয়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার “শতভাগ বিদ্যুতায়ন”এর শুভ উদ্বোধন করেছেন। এ সময়ে মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুরবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক মহোদয় দিনাজপুর জেলায় ১টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ঘোড়াঘাট উপজেলার “বঙ্গবন্ধু তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও কারখানা”র অনিমা রাণীর সাথে প্রধানমন্ত্রী কথা বলেন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কারখানার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, দিনাজপুরের ১৩টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা ইতোমধ্যেই শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে ও বাকী ৭টি উপজেলাও এবছরের ডিসেম্বরের মধ্যেই শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে।