মোঃ নেয়ামুল আহসান হিরন, রাজাপুর (ঝালকাঠি) থেকে
“জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার” এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির রাজাপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (৬অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ।
এ সময় র্যালীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা (অঃদাঃ) মোঃ আবুল বাসার, জাইকা প্রজেক্টের উপজেলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খুরসিদা খাতুন সহ বিভিন্ন শ্রেনীর পেশার লোক অংশ নেয়। র্যালী শেষে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সবাই এক আলোচনা সভায় মিলিত হয় ।