অফিস ডেক্স: দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৮ জন করোনাভাইরানে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৫৬৩ জন।
সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৮৮ জন (মৃত দুইজনসহ), কাহারোলে ২৪ জন (মৃত দুইজনসহ), বিরলে ৪২ জন, বোচাগঞ্জে ১৭ জন (মৃত দুইজনসহ), পার্বতীপুরে ৪০ জন (একজন মৃতসহ), ফুলবাড়ীতে ১৮ জন, নবাবগঞ্জে ৩০ জন, হাকিমপুরে ৬ জন, খানসামায় ৩২ জন, বিরামপুরে ৫৯ জন, ঘোড়াঘাটে ৩৯ জন (মৃত একজনসহ), চিরিরবন্দরে ৪৭ জন (মৃত ৩ জনসহ) ও বীরগঞ্জ উপজেলায় ২১ জন।
অপরদিকে সুস্থ ২৯৫ জনের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ৭৬ জন, বিরলে ৩৪ জন, বোচাগঞ্জে ১৫ জন, কাহারোলে ১১ জন, বীরগঞ্জে ১৬ জন, খানসামায় ৭ জন, চিরিরবন্দরে ১২ জন, পার্বতীপুরে ৩০ জন, ফুলকাড়ীতে ১৪ জন, বিরামপুরে ২৮ জন, নবাবগঞ্জে ২১ জন, হাকিমপুরে ৪ জন ও ঘোড়াঘাটে ২৭ জন।
সিভিল সার্জন জানান, শুক্রবার ৯৯টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৮টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকী ৯১টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। আর গত ২৪ ঘন্টায় ৫৫ টিসহ এ পর্যন্ত ৬৫২৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ৯৯টিসহ এ পর্যন্ত ৬০৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ৫৪ জনসহ এ পর্যন্ত ১২৩২২ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এছাড়া হোম আইসোলেশনে রয়েছেন ২৩০ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১৬ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ১১ জন ও ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।