কাহারোল (দিনাজপুর) প্রতিনিধঃ রশিদুল ইসলাম (টিপু)-
দিনাজপুরের কাহারোলে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কাহারোল এপি’র আয়োজনে কাহারোল উপজেলা পরিষদ হল রুমে ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ও বুধবার সকাল ১০ টায় দুই দিন ব্যাপী জনগনের সাথে র্শীষ সম্মেলন ও শিশু সুরক্ষার উদ্দেশ্যে সম্ভাবনার দিক চিহ্নিতকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশ গ্রহনকারীগণ প্রাথমিকভাবে ১৮ টিইস্যু চিহ্নিতকরেন। পরবর্তীতে ০৭টি ইস্যুকে নির্বাচনের জন্য নির্ধারন করা হয়। সেখান থেকে চূড়ান্তভাবে ০৫ টি ইস্যু দারিদ্র বিমোচন/বেকারত্ব, শিশু শ্রম, বাল্য বিবাহ, স্যানিটেশনের অভাব, পুষ্টিহীনতা নির্বাচন করা হয়। চূড়ান্ত ভাবে নির্বাচিত ইস্যুর উপর স্বপ্ন তৈরী করা হয় চিএাংকনের মাধ্যমে। স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অংশীদারগনণ কারা হবেন তার একটি ম্যাপিং করা হয়। অংশীদারগণ হলেন, উপজেলা পরিষদ, প্রানীসম্পদ বিভাগ, মহিলা ও শিশু বিভাগ, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস, ইউনিয়ন পরিষদ, ব্রাক, পল্লী শ্রী, যুবউন্নয়ন, কারিতাস, গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরামসহ আরো অনেক প্রতিষ্ঠান। অনুষ্ঠানের সমাপনীর দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা আ’লীগ সভাপতি ও ৩ নং ইউপি চেয়ারম্যান এ,কে,এম ফারুক, উপজেলা সহকারি শিক্ষা অফিসার কাজল রায়, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তাকিন, রিজিয়নাল ফিল্ড ডিরেক্টর, নর্দান বাংলাদেশ রিজিয়ন অঞ্জলীকস্তা, সিইএসপি কোর্ডিনেটর মো: তানজিমুল ইসলাম, এপি.সি.এম দিনাজপুর, এপি ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন, কাহারোল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ম্যানেজার, কুহুহাগিদক, এপি’র প্রোগ্রাম অফিসার মারিও তপন মন্ডল, জেমস ক্রুজ পলাশ, মিল্টন রোজারীও, লিন্ডা রিচিল, খৃীষ্টিনা সিকদার, শারমিন আক্তার সুরুভী, প্রদীপ হাজদা, ফাইনেন্স অফিসার জেমস রনি বারই, এম এন্ড ই অফিসার হেমন্ত রায় প্রমূখ।