তালা,সাতক্ষীরা প্রতিনিধিঃ
তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর মোড়ল পাড়ার অসহায় বিধবা আকলিমার (৫০) ঘর ভেঙে দিয়েছে প্রতিপক্ষ আজগর, লতিফ, খলিল ও আনছের। এসময় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য পলাশ ও ওয়ার্ড আ.লীগ নেতা হান্নান মোড়ল দাড়িয়ে থেকে তার বসতঘর, গোয়াল ঘর ভাঙার হুকুম দেন বলে সাংবাদিকদের নিকট অভিযোগ করেছেন আকলিমা।
এসময় আকলিমা উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এ পৃথিবিতে আমার নেই স্বামী, নেই কোন সন্তান। তাই আমার দুর্বলতার সুযোগে প্রতিবেশী সামশের আলী মোড়লের তিন ছেলে আজগর মোড়ল (৪০), লতিফ মোড়ল (৪৩), খলিল মোড়ল (৫০), এবং আনছের মোড়লের ছেলে শুকুর আলী মোড়ল (৪৮) দীর্ঘদিন ধরে একত্রিত হয়ে আমাকে স্বামীর ভিটা থেকে বে-আইনি ভাবে উচ্ছেদ করার চেষ্টা করে আসছে। এর আগেও আমাকে আমার স্বামীর ভিটা থেকে উচ্ছেদ করার জন্য কুপিয়ে জখম করে। সে ঘটনায় আমি বাদী হয়ে তালা থানায় মামলা করি। সে মামলায় তারা কিছুদিন জেলও খেটেছে। এবার তারা অভিনব কায়দায় ঘর ভেঙে উঠান তৈরী করে বেড়া দিয়েছে। যেনো কেউ বুঝতে না পারে এখানে আমার কোন ঘর ছিলো। আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করছি আমি যেনো স্বামীর ভিটায় থাকতে পারি তার ব্যবস্থা আপনারা করেন। আমি ইউএনও স্যারের কাছেও একটা অভিযোগ দিয়েছি।
এব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য পলাশের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাই আকলিমা নামের মহিলাটা বড়ই অসহায়, আমারা কেনো দাড়িয়ে থেকে তার বসত ঘর ভাঙতে যাবো। এখানে তার ঘর ভাঙার কোন ঘটনা ঘটেনি।
তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের কাছে অভিযোগ প্রাপ্তির বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমার সঠিক মনে নাই ফাইল না দেখে বলতে পারবো না।