তালা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সোনালী শেরওনী পরে বর বেশে খুলনার উদ্দেশ্যে যাত্রা করলেন সাতক্ষীরার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার সৌম্য সরকার।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে চারটি প্রাইভেট কার, আটটি মাইক্রো বাস ও চারটি বাসের বহরে পাঁচশ বরযাত্রী নিয়ে রওনা হন তিনি।
যাত্রাকালে সৌম্যকে বহনকারী প্রাইভেট কারে তার সাথে ছিলেন বাবা কিশোরী মোহন সরকার ও তার মেঝ মামা।
সন্ধ্যা ৭টার লগ্নে খুলনা ক্লাব মিলনায়তনে কনে প্রিয়ন্তি দেবনাথ পূজার সাথে সাত পাকে বাধা পড়বেন সৌম্য সরকার।
এর আগে দুপুরে সাতক্ষীরা শহরস্থ মধ্য কাটিয়ার লাল সবুজ বাড়িতে ঢাক ঢোল কাশীর বাদ্য আর হুলুধ্বনিতে পরিবার পরিজনের উপস্থিতিতে গায়ে হলুদ হয়ে যায় সৌম্য সরকারের।
এ সময় হলুদ মাখিয়ে সৌম্য সরকারকে জন্য আশির্বাদ করেন বাবা-মা, ভাই-ভাবীসহ পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা।