কাহারোল(দিনাজপুর)প্রতিনিধিঃ-রশিদুল ইসলাম টিপু ll
দিনাজপুরের কাহারোল উপজেলায় ২৫ এবং ২৬ ফেব্রুয়ারী মংগলবার ও বুধবার সকাল ১০ টায় উপজেলা মিলয়নায়তন হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপির আয়োজনে এপি ম্যানেজার কুহু-হাগিদক এর সভাপতিত্বে সরকারী কর্মকর্তা. গন্যমান্য ব্যাক্তি.শিশু প্রতিনিধি.গ্রাম উন্নয়ন কমিটি.শিক্ষক.কাজী.পুরহীত.ইমামদের নিয়ে ২ দিন ব্যাপি জনগনের সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান.প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃআব্দুল মালেক সরকার.৩ নং মুকুন্দপুর ইউ.পি.চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম.ফারুক.উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজল রায়.সহ ওয়াল্ডভিশন বাংলাদেশ কাহারোল এপির প্রোগ্রাম অফিসার মারিও তপন মন্ডল.জেম্স ক্রুজ পলাশ.মিল্টন রোজারিও.লিন্ডা রিচিল.খৃীষ্টিনা সিকদার.শারমিন আক্তার সুরুভী.প্রদীপ হাজদা.ফাইনেন্স অফিসার জেম্স রনি সহ অন্যন্য নেতা নেত্রী বৃন্দ।কর্মশালা ২ দিন ব্যাপি পরিচালনা করেন ওয়াল্ডভিশন বাংলাদেশ এম এন্ড ই অফিসার হেমন্ত রায়।