মোঃ হাসানূল কবীর, খুলনা ব্যুরো চীফঃ
গত ১৪-০২-২০২০ ইং তারিখে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত “শুদ্ধাচার কৌশল” বাস্তবায়নের গণশুনানীতে শিশু, মুক্তিযোদ্ধা, ক্যান্সার এবং প্রতিবন্ধীদের বন্দরে পোর্ট ট্যাক্স মওকুফে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর পক্ষ থেকে ক্লাবের সভাপতি জনাব মোঃ সাহিদুল ইসলাম শাহীন একটি প্রস্তাব উপস্থাপন করেন। ঐ শুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাস্তবক এর সদস্য (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ আলাউদ্দিন ফকির (অতিরিক্ত সচিব) মহোদ্বয় বিষয়টি বিবেচনায় এনে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ বরাবর সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর পক্ষ থেকে লিখিত আকারে একটি দরখাস্ত জমা দেওয়ার পরামর্শ দেন। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য জনাব আলাউদ্দিন ফকির এর সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার (১৮/০২/২০২০ ইং) তারিখ সকালে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সভাপতি- মোঃ সাহিদুল ইসলাম শাহীন এর নেতৃত্বে ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ তাদের আবেদন পত্রখানি সরাসরি বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) জনাব আব্দুল জলিল এর নিকট হস্তান্তর করেন।
উল্লেখ্য শিশু, মুক্তিযোদ্ধা, ক্যান্সার এবং শারীরিক প্রতিবন্ধী পাসপোর্ট যাত্রীদের ক্ষেত্রে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা “ভ্রমণ কর” সম্পূর্ণ রূপে মওকুফ করেছেন। শিশুরা এদেশের ভবিষ্যৎ প্রজন্ম, মুক্তিযোদ্ধারা আমাদের জাতির অহংকার, ক্যান্সার এবং শারীরিক প্রতিবন্ধীরা অসহায় নিরীহ নাগরিক। সীমান্ত প্রেসক্লাব বেনাপোল মনে করে, ভুক্তভোগীদের কিঞ্চিত ছাড় প্রদানে একটি মহতী কাজের প্রশংসা অর্জন করবে সরকার।
আবেদন পত্র জমাকালীন সময় বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ দপ্তরের উপ-পরিচালক (ট্রাফিক) জনাব মামুন কবীর তরফদার উপস্থিত ছিলেন।
এদিকে শিশু, মুক্তিযোদ্ধা, ক্যান্সার এবং প্রতিবন্ধী পাসপোর্ট যাত্রীদের পোর্ট ট্যাক্স মওকুফে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল’র এমন একটি যুগান্তকারী মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।