বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :
আলহাজ্ব মঈন উদ্দীন আহমেদ সভাপতি ও মোঃ আবু সামা মিঞাকে সদস্য সচিব করে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পুন: গঠন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শনিবার সকালে আলহাজ্ব মোঃ মঈন উদ্দীন আহমেদের বাসভবনে নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্নীতি প্রতিরোধ পুনঃগঠিত কমিটির সহ-সভাপতি বিমল চন্দ্র দাস, মোঃ আব্দুল মান্নান, সদস্য মোঃ ইয়াকুব আলী বাবুল, আব্দুল মান্নান, মহিলা সদস্য ইরাশত জাহান, শায়লা হাফিজ ও দীপালি রানী ঘোষ উপস্থিত ছিলেন। সভায় পরিচয় পর্ব শেষে আগামী ২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়।