সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জের ভাড়াশিমলা গ্রামে চাষাবাদের জমিতে গ্যাস উদগীরণ হচ্ছে। শনিবার দুপুর থেকে এই ঘটনা ঘটছে বলে জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল জানান, দুপুরে স্থানীয় সুমন ও তার পিতা আবু বক্কর নিজেদের চাষাবাদের জমিতে কাজ করার সময় হঠাৎ প্রবল বেগে গ্যাস উদগীরণ হতে দেখে। তারা সেটা বন্ধ করার জন্য সেখানে চেষ্টা করে ব্যর্থ হলে বিকেলে উপজেলা প্রশাসনকে জানায়, উপজেলা প্রশাসন একটি টিম সেখানে উপস্থিত হয়ে একই দৃশ্য দেখে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় প্রকৌশলীরা সাথে সাথে বাপেক্স’কে বিষয়টি অবগত করেন।
ইউএনও রাসেল জানান, দুই-তিন বছর আগেও এই এলাকায় গ্যাস উদগীরণের ঘটনা ঘটেছিল। আবার তা থেমেও গিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে প্রকৌশলীদের ধারণা কিছু গ্যাস ওই এলাকায় থাকলেও থাকতে পারে তবে তা খুব বেশী নয়। ভাড়াশিমলাতে আবু বকরের জমিতেও যে গতিতে গ্যাস উদগীরণ হচ্ছিল তা এখন ৫ থেকে ৭ ফুট গতিতে নেমে এসেছে। ইউএনও বিষয়টি জেলা প্রশাসনকে সাথে সাথেই অবগত করেছেন। এছাড়া সেখানে নিরাপত্তার ব্যবস্থাও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে বলে জানান ইউএনও রাসেল।