বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে মহানাম যজ্ঞানুষ্ঠানের কমিটি গঠন করা হয়েছে শুক্রবার সকাল ১১টায় বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্টান প্রাঙ্গনে এক বর্ধিত সভার মাধ্যমে সকল সনাত ধর্মী লোক জনদের উপস্থিতিতে গিরিজানাথ দাশ-কে সভাপতি নৃপেন্দ্র নাথ রায়-কে সাধারণ সম্পাদক করে ১২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি গঠন শেষে গত বছরের মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন সভাপতি গিরিজানাথ দাস ও সাধারণ সম্পাদক রতন কুমার সাহা (রেন্টু), যুগ্ন সাধারন সম্পাদক নীল রতন সাহা নিপু। এ সময় উপস্থিত ছিলেন ১১ টি ইউনিয়নের ভোক্তবৃন্দ।