বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে পল্লী সমাজসেবা কার্যক্রম এর আওতায় একটি প্রকল্পে ৯ জন হতদরিদ্র মাঝে ১লাখ ৮০ হাজার সুদ মুক্ত ঋণ প্রদান। ১২ ফেব্রুয়ারি বুুধবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সারোয়ার মোর্শেদের উপস্থিততে ২০ হাজার করে ৯ জনের মাঝে ১লাখ ৮০ হাজার টাকার চেক প্রদান করেন।
ঋণ প্রাপ্ত হলেন উপজেলার মরিচা ইউনিয়নের কাঠগড় গ্রামের সবিতা রানী রায়, মরিচা ইউনিয়নের মহাতাপুর গ্রামের শ্রমতি সিতা রানী রায়, কল্পনা রানী রায়, পুতুল রানী রায়, পরিতা রানী রায়, নারায়ণ চন্দ্র রায়,বিজয় কুমার রায়, সত্যেন্দ্র নাথ রায় ও মোঃ নুর আলম। তাদের প্রত্যেকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। বীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মোর্শেদ সাংবাদিকদের জানান, ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রকল্পটি চালু করছিলেন।