বীরগঞ্জ (দিনাজপুর) থেকে বিকাশ ঘোষ ॥
দিনাজপুরের বীরগঞ্জে জনসচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ পৌরসভার আয়োজনে মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় পৌরসভা ৯নং ওয়ার্ডের জগদল ডাঙ্গাপাড়ায় আয়োজিত পৌর এলাকার চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকদ্রব্য বিক্রি ও সেবন নিয়ন্ত্রণ, অসামাজিক কার্যক্রম প্রতিরোধ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কে ব্যাপক গণ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে সভায় পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌরসভার সচিব মোঃ হানিফ সরদার,সাবেক প্যালেন মেরয় ও কাউন্সিলর মোঃ আল হাবিব মামুন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান,কাউন্সিলর তাইজ উদ্দীন, মসজিদের ইমাম আব্দুল কামাল, মহিলা কাউন্সিলর সাবিনাসহ প্রমুখ। বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, এলাকায় চুরি,ডাকাতি, ছিনতাই, মাদকদ্রব্য বিক্রি, সেবন নিয়ন্ত্রণ, অসামাজিক কার্যক্রম প্রতিরোধ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করতে সকলকে এগিয়ে আসতে হবে।