নিজস্ব প্রতিবেদক সবুজ বাংলা নিউজ॥
১০ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় তফিউদ্দীন মেমোরিয়াল হাই স্কুল মাঠে জেলা প্রশাসন, পৌরসভা ও শহর সমাজসেবা কার্যলয়,দিনাজপুর আয়োজনে উন্মুক্ত পদ্ধতিতে ৯ নং ওয়ার্ড এলাকার বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উক্ত কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবু তৈয়ব আলী দুলাল। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ বজলুল হক, শহর মহিলা আওয়ামীলীগের আহবায়িকা খ্রীষ্টিনা লাভলী দাস সহ এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ। ৯ নং ওয়ার্ড এলাকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই-বাছাই কাজের সার্বিক পরিচালনা ও পর্যবেক্ষণ করেন দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম ।