মো. মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টার,
দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের সার্বিক পৃষ্ঠপোষকতায় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় শিক্ষা সাহিত্য সংস্কৃতি গবেষণা কেন্দ্র-রাজশাহী ও দিনাজপুর এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দ্বিজেন্দ্র নাথ ব্যানার্জীর শিক্ষা সাহিত্য সংস্কৃতি একক বর্ণাঢ্য প্রদর্শনী ।
৯ ফেব্রুয়ারি, ২০২০ রোববার বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী অনুষ্ঠানে মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম (বাবলু) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে একক প্রদর্শনীর উদ্বোধন করেন দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল হক প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরাম দিনাজপুরের সভাপতি আবুল কালাম আজাদ, সংগীত কলেজের সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদীন ও বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আহাদ আলী। স্বাগত বক্তব্য রাখেন মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসউদ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক শিক্ষা সাহিত্য সংস্কৃতি গবেষণা কেন্দ্র (রাজশাহী ও দিনাজপুর) এর চেয়ারম্যান প্রধানমন্ত্রী কর্তৃক দু’বার স্বর্ণপদক ও সম্মাননা প্রাপ্ত জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক, চিরিরবন্দর উপজেলার নানিয়াটেকর গ্রামে শশী মোহন ব্যানার্জি স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা, বরেন্দ্র নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠিতা, বাংলা একাডেমী থেকে এবং ব্যক্তিগত প্রচেষ্টায় প্রচুর সাহিত্যের বই, ধর্মীয় বই, শিশু নাটক রচয়িতা দ্বিজেন্দ্র নাথ ব্যানার্জি বলেন, আমাদের প্রজন্ম সন্তানদের বাংলা ভাষা শিক্ষা সাহিত্য ও সংস্কৃতিতে গড়ে তোলাই এই প্রদর্শনীর উদ্দেশ্য। এই বিদ্যালয়ে যে সমস্ত বিষয়াবলী স্হান পেয়েছে তা হলো মহান একুশে ফেব্রুয়ারি, দেশ বন্ধনা, ইতিহাস ও ঐতিহ্য, ভাষা, শিক্ষা, সাহিত্য, রবীন্দ্র-নজরুল, চিঠির ভুবন, বাংলা ব্যাকরণ, সংস্কৃতিসহ বিভিন্ন ধরনের সাহিত্য চর্চা। এছাড়াও বিশ্ব সেরা উপন্যাস ” পতিংবরা ” দর্শনার্থীদের মুগ্ধ করেছে।
উক্ত একক প্রদর্শনীতে দিনাজপুর সদর উপজেলার অর্ধশতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা প্রদর্শনীগুলো উপভোগ করে। বাংলাদেশের সাহিত্য চর্চা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস ঐতিহ্য তাদের হৃদয়কে শানিত করেছে একক শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি প্রদর্শনীতে।