এম নজরুল ইসলাম,তালা,সাতক্ষীরাঃ
সাতক্ষীরার তালা উপজেলার
বিনা ছুটিতেই বিদ্যালয়ে অনুপস্থিত আছেন তালা উপজেলার শালিখা ক্লাষ্টারের ১৫৯ নং কুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শংকরী সরকার। ছুটি না নিয়ে গত ৫ তারিখেই তিনি ভারতে যান, এমন অভিযোগ পেয়ে বিদ্যালয়ে গিয়ে অভিযোগের সত্যতার প্রমান পাওয়া যায়।
৬ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রধান শিক্ষিকাকে বিদ্যালয়ে পাওয়া যায়নি। সহকরী শিক্ষক মো. শফিউল আলম জানান, আজ তিনি বিদ্যালয়ে আসেননি। ৫ ফেব্রুয়ারী অল্প সময়ের জন্য এসেছিলেন। এ দিকে ঐ শিক্ষিকার ৬ তারিখে ও হাজিরা খাতায় স্বাক্ষর ও মুভমেন্ট রেজিস্ট্রার আপডেট করা আছে। ছুটি নিয়েছেন কিনা-এ প্রশ্নের জবাবে সহকরী শিক্ষক মো. শফিউল আলম ছুটির ফাইল বের করে দেখান। সেখানে ঐ শিক্ষিকার (শংকরী সরকার) তালা উপজেলার সহকরী শিক্ষা অফিসার মাছরুবা খাতুন কর্তৃক ৯ ফেব্রুয়ারি হতে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি অনুমোদনের কপি পাওয়া যায়। বৃহস্পতিবার অনুপস্থিতির কারণ সম্পর্কে শিক্ষক মো. শফিউল আলম কোন জবাব দিতে পারেননি।
প্রধান শিক্ষিকার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাঁর বাড়িতে ও কাউকে পাওয়া যায়নি। স্থানীয় অনেকেই জানান, তিনি গতকালই ভারতে চলে গেছেন। এসব বিষয় নিয়ে সহকরী শিক্ষা অফিসার মাছরুবা খাতুন এ প্রতিবেদককে বলেন, বিদ্যালয়ে তার অনুপস্থিতির বিষয়টি আমি ইতোমধ্যেই অবগত হয়েছি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। মোট ৪ জন শিক্ষকের মধ্যে দু’জন পিটিআই প্রশিক্ষণে থাকার পরও প্রধান শিক্ষিকাকে ছুটি দেয়ার বিষয়ে প্রশ্ন করলে মাছরুবা খাতুন বলেন, আমি এ উপজেলাতে সম্প্রতি যোগদান করায় এ বিষয়টি অবগত ছিলাম না।
এদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তুলসি ম-ল ও সদস্য বিরেন্দ্র নাথ রায় জানান, কমিটিকে না জানিয়েই প্রধান শিক্ষিকা বুধবার ভারতে গেছেন। এ বিষয়ে বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটিসহ অনেক অভিভাবক তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।