এম নজরুল ইসলাম, তালা,সাতক্ষীরাঃ” রক্ত দিন” জীবন বাঁচান” এ শ্লোগান কে সামনে রেখে আজ কানাইদিয়া রথখোলা বাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা ও রক্ত দাতা সংগ্রহ সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ ফেব্রুয়ারি শুক্রবার সাতক্ষীরা জেলার তালা উপজেলার নব গঠিত কানাইদিয়া ডোনার ব্লাড ব্যাংকের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রপ পরিক্ষা ও রক্ত দাতা সংগ্রহের লক্ষ্যে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ২ নং ওয়ার্য আওয়ামীলীগ নেতা ও মেম্বর কালি দাশ অধিকারির ব্লাড টেস্টের মধ্য দিযে এ সংগঠনের আত্মপ্রকাশ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ রনি মন্ডল, ল্যাব টেকনিশিযান মোঃ আমিনুর রহমান,শুভঙ্কর দেব নাখ সহ ব্লাড ডোনার ব্যাংকের সদস্যরা। প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন, কানাইদিযার সন্তান শ্যাম নগর সরকারি কলেজের অর্খনীতি বিভাগের প্রভাষক সুব্রত দেব নাখ।সুব্রত দেব নাথ জানান মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যে কানাইদিয়া ব্লাড ডোনার ব্যাংক গড়ে তুলে রক্ত দাতাদের নামের তালিকা সংগ্রহ করা হচ্ছে।পরবর্তীতে আর কর্মসূচী গ্রহণ করা হবে। “মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য” আমরা সবাই পরের তরে। এ কর্মসূচী কে অভিন্ন্দন জানিয়েছেন সচেতন মহল।