ছেলে এবার এস,এস,সি পরীক্ষার্থী, আনন্দে আত্মহারা পিতা তাই গতকাল বিকেলে পরীক্ষার কেন্দ্রে এসেছিলেন ছেলের হলরুম ও সিট দেখতে।পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটক ছিলো বন্ধ।এ সময় অতি উৎসাহী এক ছাত্র ফটকের উপরে নির্মীত স্কুলের নামফলকের উপর দিয়ে ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলো।
ঠিক এ সময়েই ঘটে দূর্ঘটনাটি।
–
স্কুলের নাম ফলক ভেঙ্গে পড়ে নিচে দাঁড়ানো পার্শ্ববর্তী মোক্তারামপুর গ্রামের খোরশেদ মিয়ার মাথায়।ইটের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন তিনি।
–
ঘটনাটি ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার পশ্চিমাঞ্চলের সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে।
–
এ ঘটনায় পিতার লাশ দাফন করেই পরীক্ষার হলে আসেন আমিনুল।