আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন (জেলা প্রতিনিধি):
লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মান কাজের উদ্বোধন এবং বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয় সুধিজনের সঙ্গে মতবিনিময় করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এম.পি।
১ ফেব্রুয়ারী ২০২০ শনিবার বিকালে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফরের সভাপতিত্বে উদ্বোধনী ও মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা মোতাহার হোসেন এমপি, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম. পিপিএম, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট সফুরা বেগম রুমি, প্রকল্প পরিচালক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আব্দুল হাকিম, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতীক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর সিদ্দিকসহ প্রমুখ।
এছাড়াও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মান কাজের উদ্বোধনী ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধাগণ ও সুধিবৃন্দ।