মোঃ হাসানূল কবীর, খুলনা ব্যুরো চীফঃ
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বুধবার (২৯শে জানুয়ারী) বিকাল ৫টার সময় ৪৯টি ম্যান্ডাফ হাঁস জব্দ করেছে ২১ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) গোগা ক্যাম্পের সদস্যরা। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
গোগা বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় গোগা গ্রামের মাঠে একটি পানির পাম্পের ঘর থেকে ৪৯টি ম্যান্ডাফ হাঁস জাব্দ করা হয়েছে। ম্যান্ডাফ হাঁস গুলোর সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। ম্যান্ডাফ হাঁস গুলো ২১ বিজিবি ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে।