কাহারোল(দিনাজপুর) প্রতিনিধিঃ-
মোঃ রশিদুল ইসলাম (টিপু)
কাহারোল উপজেলার দুই ইউনিয়নে ১৬০ হত-দরিদ্র পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ২৮জানুয়ারী মঙ্গলবার সকাল এগারোটায় একটি বে-সরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে হত-দরিদ্র পরিবারের শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় এ সময় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ নং মুকুন্দপুর ইউ.পি চেয়ারম্যান এ.কে.এম. ফারুক এবং ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান বাবুল উপজেলা শিশু সু-রক্ষা কমিটির সভাপতি মোঃ রশিদুল ইসলাম উচিৎপুর গ্রাম উন্নয়ন কমিটির সম্পাদক মোঃগনেরুল ইসলাম. প্রোগ্রাম অফিসার মাড়িও তপন মন্ডল.মিল্টন রোজারিও.শারমিন আক্তার সুরভী.খ্রীষ্ট্রীনা সিকদার.ফাইনেন্স অফিসার জেমস বারই রনি. প্রোগ্রাম অফিসার জেমস ক্রুজ পলাশ. প্রদিপ হাজদা.লিনডা সহ- স্থানীয় গণ্যমান্য
কাহারোলে হত-দরিদ্র শীতার্থ শিশু পরিবারে কম্বল বিতরণ।
কাহারোল(দিনাজপুর) প্রতিনিধিঃ-
মোঃ রশিদুল ইসলাম (টিপু) কাহারোল উপজেলার দুই ইউনিয়নে ১৬০ হত-দরিদ্র পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ২৮জানুয়ারী মঙ্গলবার সকাল এগারোটায় একটি বে-সরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে হত-দরিদ্র পরিবারের শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় এ সময় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ নং মুকুন্দপুর ইউ.পি চেয়ারম্যান এ.কে.এম. ফারুক এবং ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান বাবুল উপজেলা শিশু সু-রক্ষা কমিটির সভাপতি মোঃ রশিদুল ইসলাম উচিৎপুর গ্রাম উন্নয়ন কমিটির সম্পাদক মোঃগনেরুল ইসলাম. প্রোগ্রাম অফিসার মাড়িও তপন মন্ডল.মিল্টন রোজারিও.শারমিন আক্তার সুরভী.খ্রীষ্ট্রীনা সিকদার.ফাইনেন্স অফিসার জেমস বারই রনি. প্রোগ্রাম অফিসার জেমস ক্রুজ পলাশ. প্রদিপ হাজদা.লিনডা সহ- স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।