বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার হাটখোলা ৮নং ওয়ার্ডের বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ রোকনুজ্জামান বিপ্লব এর পিতা: সুজালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মনসুর আলী শেষ নিশ্বস ত্যাগ করেন । ২৭ জানুয়ারি সোমবার সকাল ১১টা ২০ মিনিটে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল অসুস্থতার কারণে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে ২ ছেলে ২ মেয়ে ও নাতি- নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ সোমবার বাদ মাগরিফ মরহুমের গ্রামের বাড়ি মুড়িয়ালা জগদল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নামাজের জানাযা অনুষ্ঠিত হবে । জানাযা শেষে তার গ্রামের বাড়ি মুড়িয়ালাস্থ পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে। সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মনসুর আলীর মৃত্যুতে দিনাজপুর -১( বীরগঞ্জ – কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।