বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিকতা আবশ্যক। খেয়াল করতে হবে জীবনকে গড়তে হলে পড়া লেখাকে বেশী গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকার শিক্ষা খাতে বিশেষ বরাদ্দ দিয়ে বিশেষ অবদান রেখে চলেছে। নিজের প্রতিভাকে বিকোশিত করতে হলে ছাত্রী জীবন থেকেই নিজেকে গড়তে হবে। আর প্রতিভাকে বিকোশিত করতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। পাশাপাশি শিক্ষিত হয়ে কাহারোল উপজেলার নাম বিশ্বের দরবারে তুলে ধরতে হবে।
২৫ জানুয়ারি ২০২০ শনিবার কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’র বাস্তবায়নে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে উত্তর মহেশপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উত্তর মহেশপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সত্যজিৎ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, কাহারোল থানার ওসি মনোজ কুমার রায়, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর’র সহকারী প্রকৌশলী গুলজার হোসেন, সাবেক সিভিল সার্জেন আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক।