বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে প্রকাশ্যে দিনেদুপুরে সরকারি গাছ কাটার মহা উৎসবে মেতে উঠেছেন কিছু অসাধু ব্যক্তি। উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রশাসনকে বিদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সরকারি গাছ কাটার মহা উসৎবের খবর পাওয়া গেছে। ২৫ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টার দিকে পাল্টাপুর ঘোড়াবান্দ কাজল গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মোঃ আজাহার উদ্দিনের নেতৃত্বে পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ কাজল এলাকার সরকারি রেকর্ডভক্ত রাস্তার ধারে ৬টি ইউকিলেপটাস গাছ কতৃন করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী গাছগুলো আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেনকে অবগত করেন। এ ব্যাপার বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন জানান, গাছগুলো জব্দ করা হয়েছে এবং পাল্টাপুর ইউপি সদস্য মোঃ রুস্তম আলীর সঙ্গে কথা হয়েছে। পরবর্তীতে সুষ্ঠু তদন্ত করে গাছ কর্তনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।