বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স রে মেশিনটি দীর্ঘ ৩ মাস নষ্ট হয়ে পড়ে থাকার পর মেরামত করে সচল করা হয়েছে। দীর্ঘদিন এক্স-রে মেশিনটি অচল হয়ে পড়ে থাকার ফলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা পড়েছিল দুর্ভোগে। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এক্স-রে মেশিন নষ্ট হওয়ার কারণে এক্স-রে করতে আসা সরকারি সুবিধা বঞ্চিত হয়ে অতিরিক্ত অর্থ দিয়ে স্থানীয় ডায়াগনষ্টিক সেন্টারে গিয়ে এক্স-রে করতে বাধ্য হয়েছিল তারা। চিকিৎসা নিতে আসা এক রোগী জানান, দীর্ঘদিন এক্স -রে মেশিন নষ্ট হয়ে থাকার করণে বাহির থেকে এক্স -এরে করতে হয়েছে। এখন আর সেই সমস্যায় পড়তে হবে না। বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সমরেশ দাস সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে এতদিন চিকিৎসক সংকটের একটি প্রধান সমস্যা ছিল। ১০ জন বিসিএস ডাক্তার যোগদান করার পর চিকিৎসা সেবা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। মাঝখানে কয়েক মাস এক্স-রে মেশিনটি নষ্ট হওয়ায় নানা সমস্যায় পড়তে হয়েছিল। সেই এক্স -রে মেশিনটি মেরামতের মাধ্যমে সচল করা হয়েছে।