তালা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
বিদ্যুৎ এর খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎ স্পর্শে ফারুক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ছোট কাশিপুর গ্রামে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় এ দূর্ঘর্টনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। নিহত ফারুক হোসেন (৩৪) পাটকেল ঘাটার লালচন্দ্রপুর গ্রামের লতিফ সরদারের ছেলে।
স্থানীয়রা জানায় আজ ২২ জানুয়ারি বুধবার সকালে বিদ্যুৎ লাইনের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুতায়ন হন ফারুক হোসেন ফারুক হোসেন। সে ঠিকাদারের অধীনে কাজ করছিল।
পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার জানান ঠিকাদারের অধীনে কাজ করাকালীন বিদ্যুৎ স্পর্শে হয় ফারুকের। তাৎক্ষনিক তাকে হাসপাতালে নেয়া হলে ডাক্তার মুত্যু ঘোষনা করেন। এ বিষয়ে তাৎক্ষনিক তদন্ত কমিটি করা হযেছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে তালা উপজেলার অন্তর্গত পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা সত্যতা স্বীকার করেন।