বিকাশ ঘোষ , বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ঃ দিনাজপুর শহরের মডার্ণ মোড়স্থ সৈয়দ আলম এর একমাত্র পুত্র তরুন সাংবাদিক আসেফ তাজোয়ার অর্ণব এর জানাযা ২০ জানুয়ারি ২০২০ সোমবার বাদ যোহর দিনাজপুর একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা’য় বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে। জানাজা শেষে কালিতলাস্থ সোনাপীর গোরস্থানে অর্ণবের দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাজা’য় ইমামতি করেন লালবাগ জামে মসজিদের ইমাম আতিকুর রহমান বর্দ্ধমানি।
পারিবারিক সূত্রে জানা গেছে, অর্ণবের কুলখানি আগামী ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার বাদ আসর গণেশতলাস্থ নিজ (পুরনো) বাসভবনে অনুষ্ঠিত হবে। কুলখানি অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি ২০২০ আনুমানিক সকাল ১০ টায় সকলের অজান্তে একাকি ঘরের মধ্যে শুয়ে থেকে ইন্তেকাল করে অর্ণব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর। আসেফ তাজওয়ার অর্ণব দৈনিক আলোচিত কন্ঠ পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক আওয়ামী কন্ঠের ফটো সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কো’জন এর সাধারন সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।