আনোয়ার সাদাত পাটোয়ারী রিপন: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বাস্তবায়নে গ্রামীন মাটির রাস্তা সমুহ টেকসই করনের লক্ষে হেরিং বোন বন্ড(HBB) প্রকল্পের আওতায় দুলাল ঠাকুরের বাড়ী হতে ছেংছেঙ্গা পানি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৫০০ মিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন জনতার মোতাহার হোসেন এম পি।
১৮ জানুয়ারী ২০২০ শনিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি পূর্ণচন্দ্র রায়, যুগ্ম সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক রন্জু, আবু তালেব, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান নিলু, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনিসুর রহমান মিঠু, সম্পাদক সঞ্জয়কর বাপ্পা, সাবেক সভাপতি রাবিউল ইসলাম মিরনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।