বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: গত ১২ জানুয়ারী দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের ৩ নং ওয়ার্ডে ভাড়া বাড়িতে স্থাপিত ডলফিন এগ্রো কেয়ারের সাইনবোর্ড বিহীন ডিপো অফিসটি খুঁজে পাওয়া গেলে দেখা যায়, রাসায়নিক দ্রব্যে ভরা গোডাউন হিসেবে ব্যবহিত দুটি কক্ষের দুটি সীলগলা তালা ঝোলানো রয়েছে। অফিস রুমেই বসবাসরত দায়িত্বপ্রাপ্ত ডিপো ইনচার্জ কুমিল্লা জেলার মোস্তফা কামালের ছেলে মোঃ জহিরুল ইসলাম জানান, ডলফিন এগ্রো কেয়ার অত্র উপজেলার প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে কোম্পানির জিপসাম, ম্যাগনেসিয়াম,ম্যানকোজেপ, শিকড়বর্ধক,জিংক,ডলফিন প্লাস,বোরন, ফুরান (পাইপজি), থ্রি ইন জাতীয় রাসায়নিক সার ও কীটনাশক দ্রব্যাদি বিক্রয় করার লক্ষ্যে এই ডিপোটি স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছে। তিনি আরোও জানায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় গত ৪ জানুয়ারী বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন ডলফিন এগ্রো কেয়ারের এই ডিপোতে সীলগলা করেছেন। এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু রেজা আসাদুজ্জামান জ ঘটনার সত্যতা স্বীকার করে মুঠোফোনে জানান, ডিপো স্থাপনের কোনোপ্রকারের অবগতি ছাড়াই অবৈধভাবে গোপনে রাসায়নিক সারের ডিপো স্থাপন করে ব্যবসা পরিচালনা করায় ডলফিন এগ্রো কেয়ারের ডিপো সীলগলা করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক লাইসেন্সধারী সার ও কীটনাশক ব্যাবসায়ী আমাদের সংবাদ প্রতিনিধিকে জানায়, বেশকিছুদিন যাবৎ ডলফিন এগ্রো কেয়ার এই উপজেলায় ব্যবসা করে আসছে এবং তাদের রাসায়নিক সারের একটি বড় অংকের নিম্নমানের চালানে বাজার সয়লাব হয়ে গেছে।