দাউদকান্দি সংবাদদাতা:
“সুস্হ্য মন, সুস্হ্য সমাজ” স্লোগান কে সামনে রেখে ১৫ জানুয়ারী (বুধবার) ২০২০ আয়োজিত হয়ে গেল গোয়ালমারী সাইক্লিস্টস এর দ্বিতীয় বর্ষ পূর্তি রাইড ২০২০। আয়োজনের উদ্বোধন করেন এফ,সি,আই কেমিক্যাল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক এবং গোয়ালমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্হাপানা কমিটির সভাপতি জনাব মোখলেসুর রহমান।
রাইড উদ্বোধনের সময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, গোয়ালমারী সাইক্লিস্টস এর প্রধান আহবায়ক, মার্কিন বহূজাতিক কোম্পানী শেভরন বাংলাদেশের স্বাস্হ্য, নিরাপত্তা, পরিবেশ বিষয়ক টিম লিড জনাব মাহবুব আলম। তিনি বলেন, যুবক এবং কিশোর রাই দেশের ভবিষ্যত, এদের মাধ্যমেই সুস্হ্য সমাজ গঠন করা সম্ভব। আমরা যদি আমাদের তরুনদের কে সকল প্রকার ক্ষতিকর নেশা এবং আসক্তি থেকে দূরে রাখতে পারি, তাহলে তরুন রা সুস্হ্য মানুষ হিসেবে এগিয়ে আসবে এবং সমাজ ও দেশকে সুন্দর রাখবে। এ সময় উপস্হিত ছিলেন লেখক কলামিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সফিউল বাশার জিতু , মো.শরীফ সরকার , মাহবুব সরকার ও সমাজসেবক মো. হোসেন প্রধান । রাইড পরিচালনা করেন গোয়ালমারী সাইক্লিস্টস এর এডমিন জনাব রাসেল সরকার।
উদ্ভোধনী সভার শেষ অংশে সংক্ষিপ্ত বক্তৃতায় মোখলেসুর রহমান বলেন” শারীরিক সুস্থতার জন্য সাইক্লিং এর গুরুত্ব অপরিসীম । এছাড়া,হার্ট সুস্থ রাখতে সাইক্লিং এর বিকল্প নেই ” এরপর কেক কেটে সকল সাইক্লিস্টস সদস্যদের নিয়ে বিভিন্ন উপজেলায় যাত্রা শুরু করেন ।
সকালে রাইড শুরু করে দাউদকান্দি এবং মতলবের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পথ সভার মাধ্যমে জনসচেতনতা মুলক বার্তা প্রদান ।পরিশেষে বিকালে রাইডের সমাপ্তি করা হয়।