বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে গলায় মাফলার পেছিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাম্মনভিটা গ্রামের ৩নং ওয়ার্ডের মোঃ কাশেম আলীর ছেলে মোঃ জহির উদ্দিন (৩৫) রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ শয়ন ঘরের বাঁশের র্বগায় নিজের ব্যবহৃত মাফলার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার পরে বীরগঞ্জ থানায় সংবাদ দেওয়া হলে এসআই মোঃ বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে অপমৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপার বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যাহার মামলা নং ১ তারিখ ১৩/১/২০২০