বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥- জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি আত্ম-মর্যাদাশীল উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে চায়। সেই ক্ষেত্রে আমরা মনে করি নবীন ও তারুন প্রজন্মের শিক্ষার কোন বিকল্প নাই। আগামীতে সুখি-সমৃদ্ধিশীল বাংলাদেশ বিনির্মানের কারিগর হচ্ছে আজকের প্রজন্ম।
৮ জানুয়ারী বুধবার বীরগঞ্জ উপজেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে ঝাড়বাড়ী দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।
ঝাড়বাড়ী দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি দলিল উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিলা পারভীন, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সানাউল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সবুজ বাংলা নিউজের উপদেষ্টা মো. শামিম ফিরোজ আলম, শতগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান। আলোচনা সভার শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্রেস্ট প্রদান করেন এমপি গোপাল।