কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ ৯ জানুয়ারী বৃহষ্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে কাহারোলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসং¯’ান মন্ত্রণালয়ের আয়োজনে কাহারোল উপজেলা প্রশাসনের বাস্তবায়নে জনপ্রতিনিধি, চেয়ারম্যান ইউপি সদস্য/সদস্যা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলার চিফ ইনিস্ট্রাক্টার (টিটিসি) নিমাই কুমার দত্ত এর পরিচালনায় সেমিনারে উপ¯ি’ত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ আব্দুল মালেক সরকার, ভাইস চেয়ারম্যান হৃদয় চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা ঃ মৌসুমী আক্তার, উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি একেএম ফারুক ও সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী, এ সময় উপ¯ি’ত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সেমিনারে বৈদেশিক কর্মসং¯’ানের জন্য দক্ষতা ও সচেতনতা বিষয়ে আলোচন পর্যালোচনা করে সকলে নিজ নিক ¯’ান থেকে সচেতনতা বৃদ্ধির বিষয় তুলে ধরা হয়।