মোঃ মিজানুর রহমান (ডোফুরা), স্টাফ রিপোর্টার, দিনাজপুর।।
“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ০৭ জানুয়ারি, ২০২০ মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন মাঠে ” পুলিশ সপ্তাহ-২০২০ ” তে জঙ্গি দমন, মাদক নির্মূল, চোরাচালান রোধ সহ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ দিনাজপুর কোতয়ালী থানা ইন্সপেক্টর (তদন্ত) মোঃ বজলুর রশীদ কে ” আইজিপি ব্যাজ ” পরিয়ে দেন বাংলাদেশ পুলিশের প্রধান ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম, পিপিএম (বার)।
দিনাজপুর কোতয়ালী থানা ইন্সপেক্টর (তদন্ত) মোঃ বজলুর রশীদ কে ” পুলিশ সপ্তাহ-২০২০ ” তে জঙ্গি দমন, মাদক নির্মূল, চোরাচালান রোধ সহ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিতে ” আইজিপি ব্যাচ ” প্রদান করায় ••• আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ” অম্বিকা সাহিত্য সম্ভার-দিনাজপুর “এর সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ-সম্পাদক সাংবাদিক মোঃ মিজানুর রহমান (ডোফুরা) সহ অম্বিকা পরিবারের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।