বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্দুক দিয়ে অবাধে পাখি চলছে। শীত মৌসুমের শুরু থেকে চলে অবাধে পাখি শিকার। উপজেলার ১নং শিবরামপুর, ২নং পলাশবাড়ী ৩নং শতগ্রামের ও ১১নং মরিচা ইউনিয়নের বিভিন্ন বড় বড় বিল জলশায় গাছে ও আশেপাশের এলাকা একশ্রেণীর অর্থলোভী শিকারি বক, পানকৌড়, ঘুঘু শামুখোলসহ বিভিন্ন পাখি শিকার করে চলেচ্ছেন। এছাড়া ও উপজেলার মরিচা ইউনিয়নের চোদ্দহাত কালী, কোনপাড়াসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেলযোগে বন্দুক দিয়ে পাখি শিকার করে চলচ্ছে কিছু অসাধু মানুষ। সোমবার এই এলাকা সরেজমিনে গিয়ে দেখা যায় এরকম দৃশ্য। সড়কের গাছগুলোতে আশ্রয় নেয়া পখিগুলোকে বন্দুক দিয়ে শিকার। বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও বনবিভাগের সংশ্লিষ্টদের নজরদারী দেওয়া প্রয়োজন বলে মনে করেন এলাকার সুধীজন।